প্রতারণা নিয়ে উক্তি, সাড়া জাগানো ১৫ টি বাণী

প্রতারণা নিয়ে উক্তি / প্রতারণা নিয়ে বাণী : চলতি পথে সামাজিক জীব হিসেবে মানুষ কে মানুষের সাথেই উঠা বসা করতে হয়। জীবন চলার পথে এসব মানুষের সাথেই গড়ে উঠে হৃদ্যতার সম্পর্ক। প্রয়োজনে অপ্রয়োজনে মানুষ মানুষের সান্নিধ্য কামনা করে। এভাবেই মানুষের মধ্যে গড়ে উঠে আত্মার আত্মিক সম্পর্ক। সরল মনে মানুষ মিশে যায় মানুষের মনে, মানুষের প্রাণে। তবে কিছু মানুষ মানুষের এই সরলতার সুযোগ নিয়ে অন্যের  সরল বিশ্বাসের মূলে আঘাত করে প্রতারণার জাল বিস্তৃত করে। এই ধরনের প্রতারক মানুষ প্রতারণার মাধ্যমে উপকারীরও  ক্ষতি সাধন করে থাকে। এই ধরনের প্রতারক শ্রেণীর মানুষ থেকে সব সময় সতর্ক থাকা প্রয়োজন। প্রতারণা নিয়ে তেমন কিছু উক্তি/ প্রতারণা নিয়ে তেমন কিছু বাণী এখানে উপস্থাপন করা হলো।

 

প্রতারণা নিয়ে উক্তি

০১। প্রতারণা হচ্ছে বিষাক্ত পানির মতো, যেদিকে যাবে সেদিকেই ক্ষতিগ্রস্থ হবে।

-নিকলাস রাউ।

০২। যে প্রতারণা করে, সে আমার দলভুক্ত নয়।

-হযরত মোহাম্মদ (সাঃ)।

০৩।তুমি তার জন্য কাঁদো কারণ তুমি তাকে এখনও ভালোবাসো, তোমার কান্না দেখে সে হাসে কারণ সে কখনোই তোমাকে ভালোবাসেনি। শুধু সময়ের প্রয়োজনে কাছে এসেছিলে আবার সময়ের পরিবর্তনে চলে গেছে। মাঝখানে যা কিছু হয়েছিল সব আবেগ আর শেষে যা হয়েছে সব প্রতারণা।

-রেদোয়ান মাসুদ

০৪। মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে-অকারণে বদলায়।

-মুনীর চৌধুরী।

০৫। আমরা সবাই পাপী; আপন পাপের বাটখারা দিয়ে; অন্যের পাপ মাপি !!

-কাজী নজরুল ইসলাম।

০৬। প্রতারণা হচ্ছে অন্তরের কালোত্ব, মুখমন্ডলের মলিনতা।

-কাফাভী।

০৭। ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে, আজ সে তোমার সবচেয়ে কাছের কোন একজন।

– রেদোয়ান মাসুদ।

০৮। পুরো দুনিয়াটাই একটা রঙ্গমঞ্চ, আর প্রতিটি নারী ও পুরুষ সে মঞ্চের অভিনেতা; এই মঞ্চে প্রবেশ পথও আছে আবার বহির্গমণ পথও আছে, জীবনে একজন মানুষ এই মঞ্চে অসংখ্য চরিত্রে অভিনয় করেন।

-সেক্সপিয়র।

০৯। যে ব্যাক্তি ধোঁকাবাজি করে, তার সাথে আমার কোন সম্পর্ক নেই ।

-সহিহ মুসলিম ১৮৫।

১০। তুমি কাউকে সহজেই বোকা বানিয়ে দিতে পারবে অথবা কারো সরলতার সুযোগ নিয়ে ঠকিয়ে দিতে পারবে। কিন্তু নিজের বিবেকের কাছে একবার প্রশ্ন করে দেখো নৈতিকতার দিক দিয়ে কি তুমি নিজেই হেরে গেলে না?

-রেদোয়ান মাসুদ।

 

আরও পড়ুন… স্বার্থপরতা নিয়ে উক্তি

১১।  প্রতারণা করা কিছু কিছু মানুষের স্বভাব, এটা তাদের ভুল নয় ।

-সংগৃহীত

১২। পৃথিবীতে কেউ কারো নয়, শুধু সুখে থাকার আশায় কাছে টানার ব্যর্থ প্রত্যয় আর দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয়।

– রেদোয়ান মাসুদ।

১৩।  আপনি যদি কাউকে প্রতারণা করতে সফল হন তবে ভাববেন না যে ব্যক্তিটি বোকা ছিলো । সে আপনাকে বিশ্বাস করেছিলো কিন্তু আপনি তার যোগ্য ছিলেন না ।

-সংগৃহীত

১৪। নম্রতার উপস্থিতির চেয়ে আর কিছুই প্রতারণামূলক নয়। এটি প্রায়শই কেবল মতের গাফিলতি এবং কখনও কখনও অপ্রত্যক্ষ অভিমান হয়।

-জেন অস্টিন

১৫। মিথ্যা নিয়ে আপনি বিশ্বে এগিয়ে যেতে পারেন তবে আপনি আর ফিরে যেতে পারবেন না।

-প্রবাদ

১৬। আপনি আমার কাছে মিথ্যা বলেছিলেন বলে আমি বিরক্ত হচ্ছি না, আমি এখন থেকে আমি আপনাকে বিশ্বাস করতে পারি না বলে মন খারাপ করছি।

-ফ্রিডরিচ নিটশে

আরও পড়ুন… শিক্ষামূলক ৮০ টি উক্তি

16 Replies to “প্রতারণা নিয়ে উক্তি, সাড়া জাগানো ১৫ টি বাণী”

  1. Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?

  2. I really like reading through a post that can make men and women think. Also, thank you for allowing me to comment!

  3. naturally like your web site however you need to take a look at the spelling on several of your posts. A number of them are rife with spelling problems and I find it very bothersome to tell the truth on the other hand I will surely come again again.

  4. This is really interesting, You’re a very skilled blogger. I’ve joined your feed and look forward to seeking more of your magnificent post. Also, I’ve shared your site in my social networks!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *