100+ Bangla Shayari, ছোট ছোট বাংলা শায়েরী, বাংলা রোমান্টিক শায়েরি , Sad, Romantic Love সাইরি

বাংলা শায়েরী, Bangla Shayari, Best Bengali Shayari, ছোট ছোট বাংলা শায়েরী, বাংলা রোমান্টিক শায়েরি, রোমান্টিক প্রেমের সাইরি, Romantic Love Shayari, কষ্টের শায়েরি, Bangla Sad  Shayari, ভালোবাসার শায়েরিঃ শায়েরি মূলত এক ধরনের কবিতা। তবে লাইন সংখ্যা কম হলে তার ভাবার্থ খুবই ভারি হয়।  ৪ লাইনের শায়েরিই বেশি দেখা যায়। তবে শায়েরি ২ লাইন না ৪ লাইন হবে তার কোনো নির্দিষ্টি নিয়ম নেই। শায়েরি আমাদের মনকে উজ্জীবিত করে। ছোট ছোট লাইন অথচ মনের মধ্যে ভীষনভাবে দাগ কেটে যায়। তাইতো আজকে আমাদের আয়োজন বাছাইকৃত বাংলা শায়েরি (Bangla Shayari)।

বসন্তকাল বিদায় নেবে
চলো বুলবুল চলো এবার
ফুলেরা কয় পাপড়ি মেলে
সময় হলো বিদায় নেবার।
-মীর্জা গালিব

প্রকৃতির কাছে নেই কো ক্ষমা
কাঁদাবে কোনো একদিন
কাউকে কাঁদিয়ে যতই হাসো না কেন
আপন হাতে বাজবে তার প্রতিশোধের বীন।
-রেদোয়ান মাসুদ

খারাপ খুঁজতে গিয়েছিলাম আমি,
কাউকে খারাপ পাইনি খুঁজে।
মনের ভিতরে উঁকি দিয়ে দেখি,
আমার চেয়ে খারাপ কেউ নেই।
-সন্ত কবীর

দিনের আলোতে আলোকিত মানুষ
রাতের বেলাতে অন্ধকার
মনের ভেতর না থাকলে আলো
মুখের সৌন্দর্যের কী দরকার?
-রেদোয়ান মাসুদ

বর্ষা আঁধার রাত্রিগুলো
কাটবে বলো কোন আবেগে
তারা গনার স্বভাব নিয়ে
দু’চোখ আমার রয় যে জেগে
-মীর্জা গালিব

যতোই স্নান করো জলে ধোওয়া,
মনের ময়লা যায়না।
মাছ সবসময়ই জলে থাকে,
তবু আঁশটে গন্ধ ছাড়ে।
-সন্ত কবীর

পর মানুষ আপন হলে
রক্তে মিশে যায়
আপন মানুষ পর হলে
বিষ থেকে বাঁচা দায়।
-রেদোয়ান মাসুদ

জলে পদ্ম থাকে, আকাশে চাঁদ।
যার যেমন ভাবনা , সে তার কাছেই থেকে যায়।
-সন্ত কবীর

নৈরাশ্যে যার সময় থেমে
তার এগোবার পন্থা বা-কী,
দিনই যখন নিবিড় কালো
সকাল কী তার সন্ধ্যা বা-কী।
-মীর্জা গালিব

খেলতে খেলতে আজ তুমি বিজ্ঞ,
বিয়ে করতে গেলে চাচ্ছ অনভিজ্ঞ।
-রেদোয়ান মাসুদ

জীবন জ্বালার হয় উপশম,
আসাদ, আসে মরণ যদি
প্রদীপ কে তো জ্বলতে-ই হয়
সকাল আসার আগ অবধি।
-মীর্জা গালিব

Romantic Love Shayari Bengali

ভুলে থাকা যায় সুন্দর পৃথিবী
ভুলে থাকা যায় জোছনা রাতের আলো
ভুলে থাকা যায় নদীর কলরব
ভুলে থাকা যায় না শুধু তোমার চুলের কালো।
-রেদোয়ান মাসুদ

পাগলী আমার ঘুমিয়ে পড়েছে
মুঠোফোন তাই শান্ত,
আমি রাত জেগে দিচ্ছি পাহারা
মুঠোফোনের এই প্রান্ত ।
এ কথা যদি সে জানতো?
-নির্মলেন্দু গুন

তুমি চাও সাগর
আমি চাই নদী
চলো এক মোহনায় ভিড়ি
ভালোবাসো যদি।
-রেদোয়ান মাসুদ

তোমার হয়ে আছি আমি’ তোমার হয়ে থাকবো
সারা জীবন তোমায় আমি ভালবেসে যাবো
পাশে থেকো সারা জীবন দুরে যেয়ো না
তোমায় ছারা একটুও আমার’ ভালো লাগে না
-সংগৃহীত

তোমার চোখে তাকানো আমার
অবুঝ দুটি চোখ
ইচ্ছে করলেও পারি না ফেরানো
এটাই আমার রোগ।
-রেদোয়ান মাসুদ

নদীর পারে বসে আমি লিখছি কবিতা
দুই নয়নে ভাসে শুধু তোমার ছবিটা
মেঘলা আকাশ একলা আমি’ একলা আমার মন
ভাবছি কবে হবে তুমি আমার আপন জন
-সংগৃহীত

দূরে থেকেও কাছে ডাকি,
জানি না তার কোনো কারণ
ভালোবাসার কারণ আছে নাকি
আছে কি কোনো ব্যাকরণ?
-রেদোয়ান মাসুদ

এক জীবনে শেষ হবে না আমার ভালোবাসা,
হাজার জনম চাইগো তোমায় পাশে এইতো মনের আশা।
তোমায় পেয়ে ধন্য আমি ধন্য যে প্রান,
তোমার তরে গেয়ে যাবো ভালোবাসার গান।
-সংগৃহীত

Koster Bangla Shayari

কিছু মানুষের কষ্ট চোখ দিয়ে ঝরে,
কিছু মানুষের কষ্ট মেজাজ দিয়ে প্রকাশ করে,
কিছু মানুষের কষ্ট হৃদয়ের মাঝে শুকিয়ে মরে ,
তবে কষ্টকে যারা প্রকাশ করতে না পারে,
তারাই জীবনে সবচেয়ে বেশি কষ্ট করে।
-রেদোয়ান মাসুদ

ঘর উজাড়ে একাই তুমি
কম কিসে হে সর্বনাশ?
সেই তুমি যার বন্ধু তারও
শত্রু কেন হয় আকাশ?
-মীর্জা গালিব

মরে গেছি অনেক আগেই হৃদয়ের ঐ অতল তলে
বেচে আছি এইতো অনেক হোক না তা ধাঁধার ছলে
মানুষ যদিও বেঁচে থাকে বাহ্যিকভাবে মনের বলে
কে জানে কার ভিতরের খবর কতটুকু ভাসে চোখের জলে।
-রেদোয়ান মাসুদ

Bangla Sad Shayari

ভাঙা কাচের দেওয়াল দেখে বলছো তুমি
কত বড় দুঃখ তার
যার মন ভেঙেছে দ্যাখোনি তারে
দু’চোখজুড়ে কত বড় মেঘের ভার।
-রেদোয়ান মাসুদ

আজ জানিনা তুমি কোথায় আছো
চাইলেও হয়তো তোমাকে খুঁজে পাবো না
যেখানেই থাকো না কেনো খুশি থাকো
আর কোনো দিন তোমার কাছে যাবো না।
-সংগৃহীত

সেদিন আকাশ কেঁদেছিল, কেঁদেছিল মেঘ
দু’চোখজুড়ে চেপেছিল বৃষ্টির বেগ
দেখেও দেখেনি কেউ, কার রয়েছে এত ঠেকা
যার জীবন তাকেই কাটাতে হয় পাহাড়ের মতো একা।
-রেদোয়ান মাসুদ

বাংলা সাইরি

মানুষ চায় সবকিছু আকড়ে ধরতে
কিন্তু কজন পারে তার যত্ন করতে
বাস্তবতা হলো এমন এক দেয়াল
যে পড়ে সেই জানে কতটুকু থাকে খেয়াল।
-রেদোয়ান মাসুদ

বিশ্বাস তো শুধু তাকেই করা যায়
যে বিশ্বাস এর যোগ্য হয়
তাকে কি করে বিশ্বাস করবো
যে বিশ্বাস এর যোগ্যই নয়
-সংগৃহীত

দেওয়াল জানে বন্দির দুঃখ
চিৎকারে ফেটে হয় চৌচির
বুক জানে মনের যাতনা
বিচ্ছেদে কতটা বিঁধে বিষাক্ত তীর।
-রেদোয়ান মাসুদ

ছ্যাচড়ারা লেগে থাকে,
ভালো ছেলেরা অভিমান করে।
দিনশেষে ছ্যাচড়াদের জয় হয়,
নারীদের হয় পরাজয়।
-রেদোয়ান মাসুদ

Breakup Shayari Bangla

বদলে গেছো তুমি নিজের ইচ্ছায়
বেদলে গেছি আমি অনিচ্ছায়।
আসলে বদলে গেছি দুজনই, দুই কায়দায়
যেমনি করে পৃথিবীর সবকিছু বদলায়।
-রেদোয়ান মাসুদ

সবার একটা মানুষ লাগে
লাগে একটু ছায়া
আমার ভিষণ একলা লাগে
হয়না তোমার একটু মায়া।
-রেদোয়ান মাসুদ

এই পৃথিবীতে আমি কি শুধু একা
যাকে আপন করে নিতে চাই
সেই ভুল বুঝে চলে যায়
আমায় দেয়না কেউ দেখা।
-সংগৃহীত

বাংলা শায়েরী 4 লাইনে love

পকেট ভর্তি রাখো যদি থোকা থোকা ফুল
ভালোবেসে করবে তুমি জীবনের বড় ভুল
থাকে যদি পকেট ভর্তি কোটি টাকার নোট
জনে জনে করতে চাইবে হৃদয়ের ঐক্যজোট।
-রেদোয়ান মাসুদ

যদি কখনো মনে পড়ে, দিও একবার দেখা
তোমায় আমি আগলে রাখবো ছেড়ে যাবো না একা
যদি কখনো ভালোবাসো, একবার বলে দাও
ভালোবেসে আমার মনটা নিয়ে নাও।
-সংগৃহীত

তোমার মুখে থাকে বিষ
আমি পান করি স্বাচ্ছন্দে
অথচ তুমি নিজেই জানো না
এই বিষ তোমাকেই মারছে।
-রেদোয়ান মাসুদ

আজ মনটা লাগছে খুব উরু উরু
দিনটা আজ হয়েছে ভালো শুরু
আজকের শুভ দিনে তোমাকে কাছে পাবো
সারাটা দিন একসাথে হাতে হাত রেখে কাটাবো।
-সংগৃহীত

বাংলা শায়েরী 2 লাইনে love

ভালোবাসাকে জিজ্ঞেস করলাম- যাচ্ছ কোথায়,
একটু লজ্জা পেলেও বলল- মেটাতে অপাত্রের দায়।
-রেদোয়ান মাসুদ

মানুষ মরলে ভাসে বুক
স্মৃতির মরনে সুখ।
-রেদোয়ান মাসুদ

এমন ভাষা বলুন , নিজেই হারিয়ে যান তাতে,
যা অন্যকেও শীতল করে, নিজেও শীতল হয়।
-সন্ত কবীর

ভালো বন্ধু মানেই ভালো মানুষ নয়।
চোরে চোরেও ভালো বন্ধুত্ব হয়।
-রেদোয়ান মাসুদ

কাঁথা বলে জড়িয়ে থাকো প্রচন্ড শীত
অথচ আমার বুকের ভেতর আগুনের ভিত।
-রেদোয়ান মাসুদ

যার কথা ভেবে আজ তুমি ভালো নেই
খোঁজ নিয়ে দ্যাখো তার জীবন চলছে আয়েশেই।
-রেদোয়ান মাসুদ

মন নিজের, নিয়ন্ত্রণ অন্যের।
-রেদোয়ান মাসুদ

ছোট ছোট বাংলা শায়েরি

ভুল তো আমারি ছিল
ফুটাতে গিয়েছিলাম ফুল দূর পাহাড়ে
কে জানতো গুহার ভিতর ফুটে আছে ধুতরা ফুল
অতোটা বিষে মারবে আহারে।
-রেদোয়ান মাসুদ

কাল যা করবে ভাবছো আজ করো,
আজকের কাজ এখুনি।
পলকে প্রলয় হয়ে গেলে,
আর কবে কি করবে।
-সন্ত কবীর

কাছে পেলেই আপনি ভাবি
আসলে কাছাকাছি হলেই আপন নয়
মনে মনে মিল হলে
দূরে থেকেও কাছের হয়।
-রেদোয়ান মাসুদ

আলোচিত নাম তুমি
দেশসেরা মুখ
গরীবের টাকা মেরে
খোঁজো নিজের সুখ।
-রেদোয়ান মাসুদ

জলে পদ্ম থাকে,
আকাশে চাঁদ।
যার যেমন ভাবনা ,
সে তার কাছেই থেকে যায়।
-সন্ত কবীর

যে চায় আপনার ভালো
তাকে ভাবেন মন্দ
সেই কিন্তু আপনার জীবনে
ফেরাতে পারে ছন্দ।
-রেদোয়ান মাসুদ

চিনে রেখো আমায় তুমি
চিনে রেখো তোমায়
কে কাকে কতটুকু ভালোবেসেছিল
হিসেব হবে অবশেষে কে কাকে ছেড়ে যায়।
-রেদোয়ান মাসুদ

বাংলা কষ্টের শায়েরি 

নদীর আছে জল
জলের আছে ঢেউ
চারদিকে এত মানুষ
আমার নেই কেউ।
-রেদোয়ান মাসুদ

হাজারো শখ এমনই যে
প্রতিটাতেই যায় বুঝি দম
সাধ তো অনেক পূর্ণ হলো
অপূর্ণতা- সেটাও কি কম।
-মীর্জা গালিব

নীড়ের খুবই কাছে ছিলো
ধরা পড়ার ফাঁদটি পাতা।
উড়াল দিতে না দিতে-ই
বন্দী হলাম, হায় বিধাতা।
-মীর্জা গালিব

সময়ের স্রতে যদি ভেসে যাই দূরে
বন্ধু তুমি কোনদিন ভুলিও না মোরে
বাস্তবতার কারনে যদি হয়ে যাই পর
কখনো ভাবিও না বন্ধু আমায় স্বার্থপর ।

-সংগৃহীত

পারিনি ভালো হতে সবার কাছে
মানুষের মন যেন তৈরি কাচে
কখন কার মন ভাঙ্গে কে বলতে পারে
এতটুকু জানি শুধু যাইনি কারো ক্ষতির ধারে।
-রেদোয়ান মাসুদ

তুমি আমার শরীর ছুয়েছ
ছুঁতে পারোনি মন
এ পৃথিবীতে মন ছুঁতে
পারেই-বা ক’জন।
-রেদোয়ান মাসুদ

না তার খবর কানে আসে
রুপও তো ভাসে না চোখে
একটাই মন-বিক্ষত সে
হতাশা আর দুঃখ শোকে।
-মীর্জা গালিব

আশেপাশের সবাই ভালো
সবার মনেই আলো
চলতে গিয়ে বেরিয়ে আসে
কেউটেটা শুধু কালো।
-রেদোয়ান মাসুদ

তুমি কাঁদো কারণ ভিন্ন
আমি কাঁদি তোমার জন্য
কাঁদি কিন্তু ঠিকই দুজন
এসোনা আবার একসঙ্গে কাঁদি
আগে কাঁদতাম যেমন।
-রেদোয়ান মাসুদ

হৃদয়ে লিখেছি আমি শুধু একটা নাম
যেই নামতে জড়িয়ে আছে আমার এই প্রাণ
হৃদয়ের এই নাম কোনো দিনো মুছবে না
আমাদের ভালোবাসা কোনো দিনো ঘুচবে না।
-সংগৃহীত

বাংলা শায়েরী (Bengali Shayari , বাংলা শাইরি: শায়েরি আমাদের মানব সমাজকে জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ছোট ছোট কথা অথচ তার ধার অনেক। আমাদের এই শায়েরিগুলো যদি আপনার হৃদয়ে দাগ কেটে থাকে তাহলে অবশ্যই তা বন্ধু বান্ধব ও আত্মীয়-স্বজনের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই আমাদের প্রত্যাশা।