চরিত্র নিয়ে উক্তি, চরিত্র নিয়ে ২০ টি বাণী

চরিত্র নিয়ে উক্তি/ চরিত্র নিয়ে বাণী : চরিত্র মানুষের অমূল্য সম্পদ যে সম্পদ একবার হারিয়ে ফেললে আর কখনো ফিরে পাওয়া যায় না। তাই বাল্যকাল থেকেই চরিত্র গঠনের দিকে বিশেষ নজর দিতে হয়। চরিত্রবান মানুষ যেমন সকলের দ্বারা নন্দিত হোন ঠিক তেমনি চরিত্রহীন মানুষ সকলের কাছে হোন নিন্দিত। চরিত্রহীন মানুষকে সকলে প্রশংসা করে পক্ষান্তরে চরিত্রহীন মানুষ হোন ঘৃনার পাত্র। চরিত্র নিয়ে বিখ্যাত ব্যক্তি বর্গ বিভিন্ন উক্তি প্রদান করেছেন। নিম্নে আমরা চরিত্র নিয়ে ঠিক তেমনি কিছু বিখ্যাত উক্তি আপনাদের নিকট উপস্থাপন করবো। আশাকরি চরিত্র নিয়ে উক্তি/ চরিত্র নিয়ে বাণী গুলো আপনাদের অনেক ভালো লাগবে।

চরিত্র নিয়ে উক্তি :
০১। চরিত্রহীনা নারী চরিত্রহীন পুরুষের জন্য, আর চরিত্রহীন পুরুষ চরিত্রহীনা নারীর জন্য। সৎ চরিত্রবতী নারী সৎ চরিত্রবান পুরুষের জন্য, আর সৎ চরিত্রবান পুরুষ সৎ চরিত্রবতী নারীর জন্য।
– আল কুরআন।
০২। মানুষের মধ্যে সেই ব্যাক্তি উত্তম, যার চরিত্র সবচেয়ে সুন্দর। “
– মহানবী (সাঃ)
০৩। প্রতিটি মানুষ চাঁদের মতো, যার একটা অন্ধকার দিক রয়েছে, কিন্ত সেদিক সে কাউকে দেখাতে চায় না।
– মার্ক টোয়েইন।
০৪। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যেই ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র।
-রেদোয়ান মাসুদ
০৫। মানুষের চরিত্র সত্য ও সুন্দর হলে তার কথাবার্তাও নম্র ভদ্র হয়।
– হযরত আলী (রাঃ)।
০৬। আমাদেরকে প্রচুর টাকা ঢালতে হবে আমাদের স্বভাবের পেছনে, যদি তা আমরা বদলাতে চাই ।
– বিল গেটস।
০৭। নারীবাদী পুরুষবাদী না হয়ে মানুষবাদী হন দেখবেন পৃথিবীটা একদিন স্বর্গভূমিতে পরিণত হবে।
-রেদোয়ান মাসুদ
০৮। চরিত্রটি গাছের মতো এবং খ্যাতি হলো ছায়ার মতো। ছায়া হলো আমরা যেটি সম্পর্কে ভাবি আর গাছ হলো আসল জিনিস।
– আব্রাহাম লিংকন।
০৯। নৈতিকতা বিবর্জিত মানুষের চরিত্র বলতে কিছুই থাকে না।
– কবীর চৌধুরী।
১০। একজন পুরুষ সর্বদা অর্থ উপার্জনের ধান্ধায় থাকে আর একজন মহিলা তার দেহগঠন নিয়ে ব্যস্ত থাকে।
– বাটলার।
১১। মানুষের ভাগ্যই আসলে তার চরিত্র।
– হেরাক্লিটাস।
১২। আগে নিজের চরিত্র ঠিক না করে প্রগতিশীলতা দেখানো মানে ভন্ডামি ছাড়া আর কিছু না।
-রেদোয়ান মাসুদ
১৩। প্রায় সমস্ত পুরুষরা প্রতিকূলতার মুখোমুখি হতে পারে তবে আপনি যদি কোনও মানুষের চরিত্র পরীক্ষা করতে চান তবে তাকে ক্ষমতা দিন।
-আব্রাহাম লিঙ্কন
১৪। মানুষ নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে। সে চায় তাঁকে খুঁজে বের করুক।
– হুমায়ূন আহমেদ।

আরও পড়ুন… নারী নিয়ে ১০০ বাণী
১৫। নিজেকে পরিশুদ্ধ করতে হলে নিজের ক্ষমতা সম্পর্কে জানতে হবে।
– ফ্রান্সিস টম্পসন।
১৬। মানুষের চরিত্র হচ্ছে একটি দোকান, মুখ হচ্ছে তালা । তালা খুললেই বুঝা যাবে এটা কি স্বর্ণের দোকান নাকি কয়লার দোকান।
— হযরত আলী (রাঃ)
১৭। চরিত্র হারিয়ে গেলে সব হারিয়ে যায়।
– বিলি গ্রাহাম।
১৮। মানুষ সবচেয়ে বেশি গালি দেয় অশিক্ষিত মানুষদের অথচ দুনিয়ার সবচেয়ে খারাপ কাজগুলো করে এই শিক্ষিতরাই।
-রেদোয়ান মাসুদ
১৯। যে মানুষ যত বেশী সত্য গোপন করতে পারে সে তত বেশী সৎ-চরিত্রবান।
– হুমায়ূন আজাদ।
২০। যখন কোনও ব্যক্তির চরিত্র আপনার কাছে পরিষ্কার নয়, তখন তার বন্ধুদের দেখুন।
– জাপানি প্রবাদ।
২১। জীবন চরিত একমাত্র সত্যিকারের ইতিহাস।
– কার্লাইল।
২২। আমাদের চরিত্র হচ্ছে আমাদের আচার আচরণের ফল ।
– এরিস্টটল।

আরও পড়ুন… বাবাকে নিয়ে সাড়া জাগানো ১৭ টি উক্তি

3 Replies to “চরিত্র নিয়ে উক্তি, চরিত্র নিয়ে ২০ টি বাণী”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *