Deprecated: Return type of Requests_Cookie_Jar::offsetExists($key) should either be compatible with ArrayAccess::offsetExists(mixed $offset): bool, or the #[\ReturnTypeWillChange] attribute should be used to temporarily suppress the notice in /home/bqdx4bxmpuxi/public_html/worldhistopedia/wp-includes/Requests/Cookie/Jar.php on line 63

Deprecated: Return type of Requests_Cookie_Jar::offsetGet($key) should either be compatible with ArrayAccess::offsetGet(mixed $offset): mixed, or the #[\ReturnTypeWillChange] attribute should be used to temporarily suppress the notice in /home/bqdx4bxmpuxi/public_html/worldhistopedia/wp-includes/Requests/Cookie/Jar.php on line 73

Deprecated: Return type of Requests_Cookie_Jar::offsetSet($key, $value) should either be compatible with ArrayAccess::offsetSet(mixed $offset, mixed $value): void, or the #[\ReturnTypeWillChange] attribute should be used to temporarily suppress the notice in /home/bqdx4bxmpuxi/public_html/worldhistopedia/wp-includes/Requests/Cookie/Jar.php on line 89

Deprecated: Return type of Requests_Cookie_Jar::offsetUnset($key) should either be compatible with ArrayAccess::offsetUnset(mixed $offset): void, or the #[\ReturnTypeWillChange] attribute should be used to temporarily suppress the notice in /home/bqdx4bxmpuxi/public_html/worldhistopedia/wp-includes/Requests/Cookie/Jar.php on line 102

Deprecated: Return type of Requests_Cookie_Jar::getIterator() should either be compatible with IteratorAggregate::getIterator(): Traversable, or the #[\ReturnTypeWillChange] attribute should be used to temporarily suppress the notice in /home/bqdx4bxmpuxi/public_html/worldhistopedia/wp-includes/Requests/Cookie/Jar.php on line 111

Deprecated: Return type of Requests_Utility_CaseInsensitiveDictionary::offsetExists($key) should either be compatible with ArrayAccess::offsetExists(mixed $offset): bool, or the #[\ReturnTypeWillChange] attribute should be used to temporarily suppress the notice in /home/bqdx4bxmpuxi/public_html/worldhistopedia/wp-includes/Requests/Utility/CaseInsensitiveDictionary.php on line 40

Deprecated: Return type of Requests_Utility_CaseInsensitiveDictionary::offsetGet($key) should either be compatible with ArrayAccess::offsetGet(mixed $offset): mixed, or the #[\ReturnTypeWillChange] attribute should be used to temporarily suppress the notice in /home/bqdx4bxmpuxi/public_html/worldhistopedia/wp-includes/Requests/Utility/CaseInsensitiveDictionary.php on line 51

Deprecated: Return type of Requests_Utility_CaseInsensitiveDictionary::offsetSet($key, $value) should either be compatible with ArrayAccess::offsetSet(mixed $offset, mixed $value): void, or the #[\ReturnTypeWillChange] attribute should be used to temporarily suppress the notice in /home/bqdx4bxmpuxi/public_html/worldhistopedia/wp-includes/Requests/Utility/CaseInsensitiveDictionary.php on line 68

Deprecated: Return type of Requests_Utility_CaseInsensitiveDictionary::offsetUnset($key) should either be compatible with ArrayAccess::offsetUnset(mixed $offset): void, or the #[\ReturnTypeWillChange] attribute should be used to temporarily suppress the notice in /home/bqdx4bxmpuxi/public_html/worldhistopedia/wp-includes/Requests/Utility/CaseInsensitiveDictionary.php on line 82

Deprecated: Return type of Requests_Utility_CaseInsensitiveDictionary::getIterator() should either be compatible with IteratorAggregate::getIterator(): Traversable, or the #[\ReturnTypeWillChange] attribute should be used to temporarily suppress the notice in /home/bqdx4bxmpuxi/public_html/worldhistopedia/wp-includes/Requests/Utility/CaseInsensitiveDictionary.php on line 91
বন্ধু ও বন্ধুত্ব নিয়ে সেরা ১০০ উক্তি - Quotes : বাণী

বন্ধু ও বন্ধুত্ব নিয়ে সেরা ১০০ উক্তি

বন্ধু নিয়ে উক্তি/ বন্ধু নিয়ে বাণী : কিছু সম্পর্ক রক্তের না – আত্মার। তেমনি এক সম্পর্ক হলো বন্ধুত্ব। বন্ধুত্ব কে জাতি, ধর্ম, বর্ণ, অর্থ, বিত্ত, স্থান, কাল , লিঙ্গভেদ দ্বারা পৃথক করা যায় না। সব ক্ষেত্রেই বন্ধুর অবস্থান আত্মায়। একজন প্রকৃত বন্ধু সব সময়ের জন্যই বন্ধু। বিপদ-আপদ, সুখ-দুঃখ, হাসি-কান্না সব কিছুতেই বন্ধুর অংশ গ্রহণ সর্বাগ্রে। একজন ভালোবন্ধু যেমন জীবনের গতিপথে চালিকা শক্তি হিসেবে কাজ করে ঠিক তেমনি এক জন মেকি বন্ধুর খপ্পরে পড়লে জীবনের অপরিমেয় ক্ষতিসাথন হয়ে থাকে। তাই বন্ধু নির্বাচনের ক্ষেত্রেও সতর্ক তাকা প্রয়োজন। বন্ধুক নিয়ে সমাজে অনেক কথা প্রচলিত  আছে। এখানে বন্ধু নিয়ে ঠিক তেমনি কিছু উক্তি / বন্ধু নিয়ে ঠিক তেমনি কিছু বাণী  সংকলন  করা হলো-।

 

বন্ধু নিয়ে বাণী  / বন্ধুত্ব নিয়ে  উক্তি:

০১। বন্ধুত্ব টাকার মতো, রক্ষা করার চাইতে তৈরি করা সহজ।

– বাটলার।

০২। একজন বিশ্বস্ত বন্ধু দশ হাজার আত্মীয়ের সমান।

-ইউরিপিদিস্।

০৩। বন্ধু হচ্ছে সূর্যের মতো, জীবনে যতই অন্ধকার আসুক না কেন আলো নিয়ে হাজির হবে।

-রেদোয়ান মাসুদ

০৪। কখনো কোন বন্ধুকে আঘাত করো না, এমনকি ঠাট্টা করেও না।

-সিসেরো।

০৫। প্রত্যেক নতুন জিনিসকেই উৎকৃষ্ট মনে হয়। কিন্তু, বন্ধুত্ব যতই পুরাতন হয়,ততই উৎকৃষ্ট ও দৃঢ় হয়।

-এরিস্টটল।

০৬। দৃষ্টিভঙ্গির সমতা বন্ধুত্ব গড়ে তোলে।

-ডেমোক্রিটাস।

০৭। আপনি যখন বিপদে জড়িত থাকেন। তখন বুঝতে পারবেন আপনার প্রকৃত বন্ধু কারা।

-এলিজাবেথ টেলর।

০৮। তোমার এক বন্ধুর সাথে অন্য কোনো বন্ধুকে পরিচয় বা বন্ধুত্ব করিয়ে দিলে মানে দুই বন্ধুকেই হারিয়ে ফেললে। একসময় দেখা যাবে তোমার ঐ দুই বন্ধু একে অপরের ঘনিষ্ট বন্ধু হয়ে গেছে আর তুমি দুজনেরই শত্রু হয়ে গেছ।

-রেদোয়ান মাসুদ

০৯। একজন বন্ধু পরিগন্য হতে পারে প্রকৃতির শ্রেষ্ঠ শিল্পকর্ম হিসেবে।

-রাফ অয়াল্ড ইমেরসন।

১০। মনে রাখা উচিত, যে বন্ধু সুসময়ে ভাগ বসায়

আর দুঃসময়ে ত্যাগ করে চলে যায়,

সেই বন্ধুই, তোমার সবচেয়ে বড় শত্রু..!

-পণ্ডিত চাণক্য।

১১। আহ্, কী ভালোই না লাগে – পুরনো বন্ধুর হাত।

-মেরি এঙলেবাইট।

১২। বন্ধুদের সংখ্যার ওপর সত্যিকারের বন্ধুত্ব নির্ভর করে না। বরং এটি বন্ধুদের বিশ্বাস ও

পছন্দের ওপর নির্ভর করে।

-স্যামুয়েল জনস্টন।

১৩। একজন সত্যিকারের বন্ধু তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

-অস্কার ওয়াইল্ড।

১৪। সত্যিকারের বন্ধুত্বের চেয়ে মূল্যবান কোন কিছু এ পৃথিবীতে নেই।

-থমাস একুইন্স।

১৫।  যার আছে অনেক বন্ধু তার কোন বন্ধু নেই।

-অ্যারিস্টটল।

আরও পড়ুন… নারী নিয়ে ১০০ উক্তি

১৬। সত্যিকারের বন্ধুত্ব ভালো স্বাস্থ্যের মতো। যতক্ষণ না হারিয়ে যায় তার গুরুত্ব খুব কম উপলব্দি করা যায়।

-চার্লস ক্যালেব কোল্টন।

১৭। একজন মানুষের বন্ধুত্ব তার সম্পত্তি পরিমাপের অন্যতম মাপকাঠি।

-চার্লস ডারউইন।

১৮। শত্রুর চেয়ে বন্ধুকে হাজার গুণ বেশি ভয় করো। কেননা বন্ধু যদি কখনো শত্রুতে পরিণত হয়, তবে শত্রুতা উদ্ধার করার হাজার পথ তার সমানে খোলা থাকে।

-জনৈক বুজুর্গ।

১৯। বন্ধু অনেকেই হয়, কেউ বিষের আবার কেউ বিষ নিরাময়ের।

-রেদোয়ান মাসুদ

২০। বন্ধুত্ব ও সম্মান ছাড়া সম্পর্ক টিকিয়ে রাখার মানে হয়না।

-সুবর্ণা মুস্তাফা।

২১। আমাদের বন্ধুদেরকে অবিশ্বাস করা হল তাদের দ্বারা প্রতারিত হওয়ার চেয়ে অধিক লজ্জাকর।

-কনফুসিয়াস।

২২। মনে রেখো তোমার শত্রুর শত্রু তোমার বন্ধু, আর তোমার শত্রুর বন্ধু তোমার শত্রু।

-হযরত আলী (রাঃ)।

২৩। আমলকি পেয়ালের কুঞ্জে, কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে জানি কোন সুরে মোরে ভরালে গো বন্ধু।

-গৌরী প্রসন্ন মজুমদার।

২৪। আমার শ্রেষ্ঠ বন্ধু সে-ই যে আমার কল্যাণ কামনা করে কেবল আমার কল্যাণেরই জন্যে।

-অ্যারিস্টটল।

২৫।  যে ব্যক্তি প্রতিশোধ স্পৃহার আগুনে জ্বলতে থাকে, তার অন্তরের রক্তক্ষরণ কখনো বন্ধ হয় না।

-আবু আলী সিনা।

২৬। লোক তার সঙ্গীর স্বভাব-চরিত্র দ্বারা প্রভাবিত। অতএব সে যেন খেয়াল রাখে কার সঙ্গে সে বন্ধুত্ব করছে।

-প্রিয় নবীজি (সা.)।

২৭। যারা কোনো স্বার্থের বশবর্তী হয়ে তোমার কাছে আসে, পরীক্ষা না করে তাদের বন্ধুত্বের প্রতি আস্থা স্থাপন করো না। যাকে তুমি ঘৃণা করো, তাকে ভয় করে চলো।

-বড়পীর হযরত আবদুল কাদের জিলানি (রহ.)।

২৮। আপনি যখন উপরের দিকে উঠতে থাকবেন তখন চারদিক থেকে আপনার কাছের মানুষগুলো দূরে সরে যাবে। আবার যখন আপনি শীর্ষে পৌঁছে যাবেন তখন চারদিক থেকে সবাই আপনার বন্ধু হতে থাকবে।

-রেদোয়ান মাসুদ

২৯। সর্বোৎকৃষ্ট আয়না হলো একজন পুরনো বন্ধু।

-জর্জ হা।

৩০। শত্রুকে যদি একবার ভয় কর তবে বন্ধুকে অন্তত দশবার ভয় করিও, কারণ বন্ধু যদি কোনোসময় শত্রু হয় তখন তার কবল হইতে মুক্তি পাওয়া সম্ভব হইবে না

-ইবনুল ফুরাত।

৩১। বন্ধুদের মধ্যে সবকিছুতেই একতা থাকে।

-প্লেটো।

৩২। যদি থাকে বন্ধুর মন গাং পাড় হইতে কতক্ষন।

-জীবনানন্দ দাশ।

৩৩। আস্থাই বন্ধুত্বের একমাত্র বন্ধনসূত্র।

-সাইরাস।

৩৪।  বন্ধুত্ব করার সময় ধীর গতির হও। আর বন্ধুত্ব হয়ে গেলে প্রতিনিয়ত ভাবে পরিচর্যা করো।

-সক্রেটিস।

৩৫। বন্ধু বা বন্ধুত্ব হওয়ার সময়, ধীরে ধীরে হওয়া ভালো । আর বন্ধুত্ব হয়ে গেলে প্রতিনিয়ত ভাবে মেলামেশা করো।

-সক্রেটিস।

আরও পড়ুন… পরিবার নিয়ে ৩৫ টি উক্তি ও বাণী

৩৬। বন্ধুত্ব একমাত্র সিমেন্ট, যা সবসময় পৃথিবীকে একত্র রাখতে পারবে।

-উইড্রো উইলসন।

৩৭। জীবনে উন্নতি করতে চাইলে বন্ধুর সংখ্যা কমান।

-রেদোয়ান মাসুদ

৩৮। যদি তুমি মানুষকে বিচার করতে যাও, তাহলে ভালবাসার সময় পাবে না।

-মাদার তেরেসা।

৩৯। আমার বন্ধুরা আমার সাম্রাজ্য।

-এমিলি ডিকেনসন।

৪০। সত্যিকারের বন্ধুত্ব গাছের ধীরে ধীরে বেড়ে ওঠার মতো বাড়ে।

-জর্জ ওয়াশিংটন।

৪১। আমাদের রহস্যময়তার পরীক্ষণে প্রাপ্ত, সবচেয়ে সৌন্দর্যময় জিনিসগুলো হলো শিল্প, বিজ্ঞান এবং বন্ধুত্ব।

-অ্যালবার্ট আইনস্টাইন।

৪২। বন্ধু পাওয়া যায় সেই ছেলেবেলায় স্কুল-কলেজেই। প্রাণের বন্ধু। তারপর আর না। আর না? সারা জীবনে আর না? জীবন জুড়ে যারা থাকে তারা কেউ কারো বন্ধু নয়। তারা দু’রকমের। এনিমি আর নন-এনিমি। নন-এনিমিদেরই বন্ধু বলে ধরতে হয়।

-শিবরাম চক্রবর্তী।

৪৩। আগুন্তক বলে কিছু নেই; কেবল বন্ধু, যাদের সাথে এখনো তোমার সাক্ষাৎ হয়নি।

-উইলিয়াম কটলার ইয়েটস।

৪৪। মানুষ অহংকারগুলো তার সাথেই দেখায় যে তাকে খুব বেশি ভালোবাসে।

-রেদোয়ান মাসুদ

৪৫। কাউকে সারা জীবন কাছে পেতে চাও? তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনদিন হারায় না

-উইলিয়াম শেক্সপিয়র।

৪৬। পুরানা বন্ধুদের মধ্যে আশীর্বাদগুলির মধ্যে একটি হল যে তুমি তাদের সাথে নির্বোধ হতে পার।

-রাফ অয়াল্ড ইমেরসন।

৪৭। তুমি যদি সত্যিকার অর্থেই শান্তি চাও, তোমাকে তোমার শত্রুদের সাথে কাজ করতে হবে, তাহলেই সে তোমার সহকর্মী হতে পারবে।

-নেলসন ম্যান্ডেলা।

৪৮। সত্যিকারের বন্ধু হলো সেই মানুষ। যে আপনাকে ভালো ভাবে জানেন এবং একই ভাবে ভালবাসে।

-এলবার্ট হাবার্ড।

৪৯। যে তোমার দোষ ধরে বন্ধু সেই জন, সম্মুখে তারিফ করে দুষমন সে জন।

-হযরত ওমর ফারুক (রাঃ)।

৫০। আমার সব থেকে ভালো বন্ধু হল আয়না, কারন আমি যখন কাঁদি তখন সে হাঁসে না।

-চার্লি চ্যাপলিন।

৫১। বন্ধুত্ব আটপৌরে, ভালোবাসা পোশাকী। বন্ধুত্বের আটপৌরে কাপড়ের দুই-এক জায়গায় ছেঁড়া থাকিলেও চলে, ঈষৎ ময়লা হইলেও হানি নাই, হাঁটুর নীচে না পৌঁছিলেও পরিতে বারণ নাই। গায়ে দিয়া আরাম পাইলেই হইল।

-রবীন্দ্রনাথ ঠাকুর।

৫২। যার ক্রোধ বেশি, এরূপ ব্যক্তির ভাগ্যে অন্যের বন্ধুত্ব কমই জুটে থাকে।

-হযরত ফুজায়েল ইবনে আয়াজ (রহ.)।

৫৩। তুমি আমার কথা মেনে মূর্খের বন্ধুত্ব থেকে দূরে থাকো। মূর্খের বন্ধুত্ব জ্ঞানীকে বরবাদ করে দেয়। মূর্খের সঙ্গে বন্ধুত্বের পরিণামস্বরূপ মানুষ তোমাকে মূর্খ বলে স্মরণ করবে।

-হযরত আলী (রা.)।

৫৪। বন্ধুত্ব হলো তরমুজের মতো। ভালো একশটিকে পেতে হলে এক কোটি আগে পরীক্ষা করে দেখতে হয়।

-ফরাসী প্রবাদ।

৫৫। যারা বন্ধুদের অপমান করে, বন্ধুদের অপমানিত হতে দেখে কাপুরুষের মতো নীরব থাকে তাদের সঙ্গে সংসর্গ করো না।

-সিনেকা।

৫৬। বন্ধুত্ব শরীরের সুস্বাস্থ্যের মতো। যা হারিয়ে যাওয়া পর, সত্যিকারের মূল্য বোঝা যায়। যত ক্ষণ সাথে থাকে, আমরা তার সঠিক মূল্য বুঝতে পারি না।

-চার্লস কালেব কলটন।

৫৭। বিশ্বাস এবং আশ্বাস ছাড়া বন্ধুত্ব হয় না।

-রবার্ট ক্লেয়ার।

৫৮। যে মানুষ নির্দোষ বন্ধু খুঁজতে থাকে। তাকে সারা জীবন বন্ধু ছাড়া থাকতে হয়।

-কায়সার খসরু।

৫৯। আমরা বন্ধুর কাছ থেকে মমতা চাই, সমবেদনা চাই, সাহায্য চাই ও সেই জন্যই বন্ধুকে চাই।

-রবীন্দ্রনাথ ঠাকুর।

৬০। ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে, আজ সে তোমার সবচেয়ে কাছের কোনো একজন।

-রেদোয়ান মাসুদ।

৬১। একটা ভালো বই একশো জন বন্ধুর সমান, আর একজন ভালো বন্ধু একটা লাইব্রেরির সমান।

-এপিজে আব্দুল কালাম।

৬২। বন্ধু কি? এক আত্মার দুইটি শরীর।

-এরিস্টটল।

৬৩। বন্ধুদের মধ্যে সব কিছুতেই একতা থাকে।

-প্লেটো।

৬৪। কোন মানুষই অপ্রয়োজনীয় নয়, যতোক্ষন তার একটিও বন্ধু আছে।

-রবার্ট লুই স্টিভেন্স।

৬৫। সম্পদ বন্ধু আকর্ষণ করে। দরিদ্র মানুষ আত্মীয়ের কাছেও প্রত্যাখ্যাত হয়। গুণের আকর্ষণে যে বন্ধুত্ব সৃষ্টি হয়, এটাই সাধারণত স্থায়ী হয়ে থাকে। সঙ্গীহীন, নিঃসঙ্গ একাকী জীবনে মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে। তাই তার জন্য চাই বিশ্বস্ত বন্ধু, সহযোগী বা সহ্যাত্রী। তবে এই বন্ধু হতে হবে সৎ মানুষ। সঙ্গী বা বন্ধু না হলে জীবন-জগৎ ও পরকালের সবই ধ্বংস হয়ে যেতে পারে। তাই ইসলামও সঙ্গী নির্বাচনে, সৎসঙ্গ লাভে সৎসঙ্গের সাহচর্যে থাকার ব্যাপারে গুরুত্বারোপ করছে। সৎসঙ্গ মানব জীবনকে চারিত্রিক উৎকর্ষের উচ্চ শিখরে নিয়ে যায়। তেমনি অসৎ সঙ্গ ঢেকে আনে ধ্বংস।

-হযরত সুলায়মান (আ.)।

৬৬। দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে, কিন্তু আনন্দের পুরোটা উপভোগ

করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারো সঙ্গে ভাগ করে নিতে হবে।

-মার্ক টোয়েন।

আরও পড়ুন… ভালোবাসার ১৩৫ টি উক্তি

৬৭। যে মানুষ তার জীবনে যোগ্য বন্ধু বা বন্ধুত্ব পেয়েছে, সে প্রাণ রক্ষাকারী গাছের ছায়া খুঁজে পেয়েছে।   রকম বন্ধু যে পেয়েছে, সে সত্যিকারে গুপ্তধন পেয়েছে।

-নিটসে।

৬৮। সবকিছুর শেষে আমরা আমাদের শত্রুদের বাক্য মনে রাখবো না, কিন্তু বন্ধুর নীরবতা মনে রাখবো।

-মার্টিন লুথার কিং।

৬৯। বন্ধুত্ব হচ্ছে ডানা বিহীন ভালোবাসা।

-লর্ড বায়রন।

৭০। আমরা বন্ধুর কাছ থেকে মমতা চাই, সমবেদনা চাই, সাহায্য চাই ও সেই জন্যই বন্ধুকে চাই।

-রবীন্দ্রনাথ ঠাকুর।

৭১। বন্ধুত্বের সম্পর্ক একটি মধুর দায়িত্ব, সুযোগ নয়।

-খলিল গিব্রেন।

৭২। জীবনের সবচেয়ে বড় উপহার হচ্ছে বন্ধুত্ব, এবং আমি তা গ্রহণ করেছি।

-হাবার্ট এইচ হামফ্রে।

৭৩। প্রকৃতির সর্বশ্রেষ্ঠ সৃষ্টির নাম বন্ধুত্ব।

-এমারসন।

৭৪। আমাদের রহস্যময়তার পরীক্ষণে প্রাপ্ত সবচেয়ে সৌন্দর্যময় জিনিসগুলো হলো শিল্প, বিজ্ঞান এবং বন্ধুত্ব।

-অ্যালবার্ট আইনস্টাইন।

৭৫। সত্যিকারের বন্ধুরা তোমাকে সম্মুখ দিয়ে ছুরিকাঘাত করবে।

-অস্কার ওয়াইল্ড।

৭৬। বন্ধুর সাথে ভালোবাসার সম্পর্কে জড়ানো ঠিক নয়। বন্ধুত্ব সম্পর্কটা চিরদিনের জন্য যা কোনো কারণে ভেঙ্গে গেলেও আবার কোনদিন না কোনদিন জোড়া লাগে কিন্তু ভালোবাসার মানুষটির সাথে সম্পর্ক ভেঙ্গে গেলে ভালোবাসার পাশাপাশি বন্ধুত্বের সম্পর্কটাও হারিয়ে যায়।

-রেদোয়ান মাসুদ

৭৭। যে তোমার দোষ ধরে বন্ধু সেই জন, সম্মুখে তারিফ করে দুষমন সে জন।

– হযরত ওমর ফারুক (রাঃ)।

৭৮। গোলাপ যেমন একটি বিশেষ জাতের ফুল, বন্ধু তেমনি একটি বিশেষ জাতের মানুষ।

-রবীন্দ্রনাথ ঠাকুর।

৭৯। সম্পর্ক যখন জ্বরে পুড়ে তখন তার নাম হয় ভালবাসা, আর ভালবাসা যখন জ্বরে পুড়ে তার নাম হয় বন্ধুত্ব।

-প্রাচীন প্রবাদ।

৮০। সেই তোমার সত্যিকার বন্ধু, যে তোমার সঙ্গে থাকে। তোমার কল্যাণের জন্য নিজের ক্ষতি করে। হঠাৎ করে তোমার অবস্থা শোচনীয় হলে সে নিজের সুখ বিসর্জন দিয়ে তোমাকে সুখ দান করে।

-হযরত আলী (রা.)।

৮১। দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে, কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারো সঙ্গে ভাগ করে নিতে হবে।

-মার্ক টোয়েন।

৮১। সারাজীবনে একজন বন্ধু থাকা যথেষ্ট, দুজন হলে অনেক, আর তিনজন হওয়া প্রায় অসম্ভব।

-হেনরি অ্যাডামস।

৮২। বন্ধু এমন বানানো উচিত, যেন আয়না ও ছায়ার মতো হয়। কারণ – আয়না কখনো মিথ্যা বলে না। আর ছায়া কখনো ছেড়ে যায়।

-অজানা্।

৮৩। বীরের পরীক্ষা হয় যুদ্ধের ময়দানে, বন্ধুর পরীক্ষা হয় বিপদের সময় এবং বুদ্ধিমানের পরীক্ষা হয় ক্রোধান্বিত অবস্থায়।

-ইমাম জমখশরী (রহ.)।

৮৪। যে ব্যক্তি কথায় কথায় রাগ ঝাড়তে থাকে, তার বন্ধু পাওয়া কঠিন।

-বুআলী সিনা।

৮৫। আ ছেলেবেলার বন্ধুরা মেয়েদের ভালোবাসার মতই কোথায় যেন হারিয়ে যায়। ভাবতে অবাক লাগে একেক সময়। মনে হয় যে, বুঝি একরকম ভালোই। তাদের নির্মেদ দেহ আর নির্মেঘ মন নিয়ে কৈশোরের নিবিড় মাধুর্যে মিশিয়ে নিটোল মুক্তোর মতই চিরদিনের স্মৃতির মধ্যে অক্ষয় থেকে যায় তারা – পরে যে কখনও আর ফিরে দেখা দেয় না তাতে জীবনের মতই সুমধুর থাকে, পলে পলে দন্ডে দন্ডে অবক্ষয়ে টাল খায় না, ক্ষয় পায় না।

-শিবরাম চক্রবর্তী্গন্তুকের কোনো বন্ধু নেই, আরেকজন আগন্তুক ছাড়া।

-শেখ সাদি।

৮৬। তোমার সখার আসবে যেদিন এমনি কারা-বন্ধ, আমার মতন কেঁদে কেঁদে হয়ত হবে অন্ধ- সখার কারা-বন্ধ! বন্ধু তোমার হানবে হেলা ভাঙবে তোমার সুখের মেলা; দীর্ঘ বেলা কাটবে না আর, বইতে প্রাণের শান- এ ভার মরণ-সনে বুঝ্বে- বুঝবে সেদিন বুঝবে!

-কাজী নজরুল ইসলাম।

৮৭। দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই।

– এরিস্টটল।

৮৮। আমার বন্ধুর জন্যে সবচেয়ে বেশি যা করতে পারি, তা শুধু বন্ধু হয়ে থাকা। তাকে দেয়ার মতো কোন সম্পদ আমার নেই। সে যদি জানে যে আমি তাকে ভালবেসে সুখী, সে আর কোন পুরস্কারই চাইবে না। এক্ষেত্রে বন্ধুত্ব কি স্বর্গীয় নয়?

– হেনরি ডেভিড থিওরো।

৮৯। অন্ধকারে একজন বন্ধুর সঙ্গে হাঁটা, আলোতে একা হাঁটার চেয়েও ভালো।

-হেলেন কিলার।

৯০। বন্ধুত্বের সারাৎসার হচ্ছে সমগ্রতা, পূর্ণ মহানুভবতা আর বিশ্বাস।

-ইমারসন।

৯১। নিয়তি তোমার আত্মীয় বেছে দেয়, আর তুমি বেছে নাও তোমার বন্ধু।

-জ্যাক দেলিল।

৯২। যে ইচ্ছাপূর্বক বন্ধুকে ঠকায়, সে তার খোদাকেও ঠকাতে পারে ।

-লাভাটাব।

৯৩। কাউকে তোমার সামনে অন্যের দোষ-ত্রুটি বর্ণনা করতে দেখলে তৎক্ষণাৎ তাকে বন্ধুর তালিকা থেকে দূরে সরিয়ে দিও।

-মামুনুর রশীদ।

৯৪। আমার ভালো বন্ধুদের কথা মনে করে আমি যতোটা সুখী, অন্য কোনো ভাবে ততোটা সুখী হতে পারিনা।

-উইলিয়াম শেক্সপিয়ার।

৯৫। প্রকৃত বন্ধু হলো সেই যে তোমার পাশে থাকবে, যখন সারা বিশ্ব চলে যাবে অন্য পাশে।

-ওয়াল্টার উইনচেল।

৯৬। জীবনে বন্ধু পাওয়ার একমাত্র উপায় হচ্ছে নিজে একজন বন্ধু হওয়া।

-রাল্ফ ওয়াল্ডো এমারসন।

৯৭। কিছু-কিছু গোপনীয়তা রক্ষা না করলে কোন বন্ধুত্ব-ই অটুট থাকে না।

-ডব্লিউ এস লেন্ডার্।

৯৮। ফুল হলো ভালোবাসা আর বন্ধুত্ব হলো সুতো, আর সেই সুতো দিয়ে যে কোনো ফুলকে মালা তৈরি করলে। মালার সৌন্দর্যে বেঁধে রাখা যায়।

-কিশোর মজুমদার।

৯৯। বন্ধুত্ব এবং ভালো ব্যবহার তোমাকে সেখানে নিয়ে যাবে, যেখানে অর্থ তোমায় নিয়ে যেতে পারবে না।

-মার্গারেট ওয়াকার।

১০০। প্রকৃতির সর্বশ্রেষ্ঠ সৃষ্টির নাম বন্ধুত্ব।

-এমারসন।

১০১। বন্ধুত্ব হচ্ছে ডানা বিহীন ভালোবাসা।

-লর্ড।

১০২। বিশ্বস্ত বন্ধু হচ্ছে প্রাণরাকারী ছায়ার মতো। যে তা খুঁজে পেলো, সে একটি গুপ্তধন পেলো।

-নিটসে।

১০৩। গোপনীয়তা রক্ষা না করে চললে, বন্ধুত্ব টিকে না।

-চার্লস হেনরি ওয়েব্।

১০৪। আসবে আবার আশিন-হাওয়া, শিশির-ছেঁচা রাত্রি, থাকবে সবাই – থাকবে না এই মরণ-পথের যাত্রী! আসবে শিশির-রাত্রি! থাকবে পাশে বন্ধু স্বজন, থাকবে রাতে বাহুর বাঁধন, বঁধুর বুকের পরশনে আমার পরশ আনবে মনে- বিষিয়ে ও-বুক উঠবে- বুঝবে সেদিন বুঝবে!

-কাজী নজরুল ইসলাম।

আরও পড়ন… বাবাকে নিয়ে সাড়া জাগানো ১৭ টি উক্তি

Exit mobile version