প্রিয় মানুষকে নিয়ে কিছু রোমান্টিক কথা : ভালোবাসার মানুষকে নিয়ে কিছু রোমান্টিক কথা পড়লে আমরা আবেগাপ্লুত হয়ে পড়ি। কারণ প্রিয় মানুষটাই তো একটা আবেগ। তাইতো প্রিয় মানুষকে নিয়ে কিছু রোমান্টিক ছন্দ কিংবা প্রিয় মানুষকে নিয়ে কিছু রোমান্টিক কবিতা দিয়ে একটি কালেকশন তৈরি করেছি। যেটা আপনাদের ভালোবাসা প্রকাশ করতে সহায়ক হবে। আসলে এ পৃথিবীতে সবাইই চায় প্রিয় বা কাছের মানুষের কাছে নিজেকে বা নিজের কথাকে সুন্দরভাবে উপস্থাপন করতে। আমরা আপনাদের কথা চিন্তা করেই প্রিয় মানুষকে নিয়ে কিছু রোমান্টিক শায়েরী কিংবা প্রিয় মানুষকে নিয়ে কিছু রোমান্টিক লাইন সংগ্রহ করেছি। সাথে কিছু উক্তি ও বাণী-ও আছে। আপনারা যারা প্রিয় মানুষকে নিয়ে কিছু রোমান্টিক স্ট্যাটাস ফেসবুকে কিংবা ইন্সটাগ্রাম এ দিতে চান তারাও এখানে খুঁজে পাবেন আপনাদের মনের মতো রোমান্টিক প্রেম, ভালোবাসা কিংবা বিরহের লাইন। ভালোবাসার মানুষকে নিয়ে কিছু কথা বলতে চলুন তাহলে দেখে নিই নিই এই ছন্দগুলো-
প্রিয় মানুষকে নিয়ে কিছু রোমান্টিক কথা :
প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস
তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ।
-রবীন্দ্রনাথ ঠাকুর
ভুলে থাকা যায় সুন্দর পৃথিবী
ভুলে থাকা যায় জোছনা রাতের আলো
ভুলে থাকা যায় নদীর কলরব
ভুলে থাকা যায় না শুধু তোমার চুলের কালো।
-রেদোয়ান মাসুদ
করুণা করে হলে চিঠি দিও, খামে ভরে তুলে দিও
আঙুলের মিহিন সেলাই
ভুল বানানেও লিখো প্রিয়, বেশি হলে কেটে ফেলো তাও,
এটুকু সামান্য দাবি চিঠি দিও।
– মহাদেব সাহা
সুতো কেটে তুমি গোটালে নাটাই
আমি তো কাঙাল ঘুড়ি
বৈরি বাতাসে কী আশ্চর্য
একা একা আজও উড়ি।
-হেলাল হাফিজ
ভালোবাসি তাকে ভালোবাসি
সে থাকুক বা না থাকুক পাশাপাশি
আমার অসুখ ভালোবাসার
ছোঁয়াচে রোগে তাকে ছোঁয়ার
এই রোগ যদি তাকেও ধরে
আমিও মরতে চাই তাঁর ছোঁয়াতে।
–রেদোয়ান মাসুদ
নয়ন তোমারে পায় না দেখিতে
রয়েছ নয়নে নয়নে,
হৃদয় তোমারে পায় না জানিতে
হৃদয়ে রয়েছ গোপনে।
-রবীন্দ্রনাথ ঠাকুর
প্রিয় মানুষকে নিয়ে কিছু রোমান্টিক ছন্দ :
আমাকে খোঁজো না তুমি বহুদিন-কতদিন আমিও তোমাকে
খুঁজি নাকো;- এক নক্ষত্রের নিচে তবু – একই আলো পৃথিবীর পারে
আমরা দুজনে আছি; পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়,
প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়…।
-জীবনানন্দ দাশ
বদলে গেছো তুমি নিজের ইচ্ছায়
বেদলে গেছি আমি অনিচ্ছায়।
আসলে বদলে গেছি দুজনই, দুই কায়দায়
যেমনি করে পৃথিবীর সবকিছু বদলায়।
-রেদোয়ান মাসুদ
আরও পড়ুন… শখের নারী নিয়ে উক্তি
চ’লে গেলে মনে হয় তুমি এসেছিলে,
চ’লে গেলে মনে হয় তুমি সমস্ত ভূবনে আছো।
–রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
পাগলী আমার ঘুমিয়ে পড়েছে
মুঠোফোন তাই শান্ত,
আমি রাত জেগে দিচ্ছি পাহারা
মুঠোফোনের এই প্রান্ত ।
এ কথা যদি সে জানতো?
-নির্মলেন্দু গুন
আমার এ ঘর ভাঙ্গিয়াছে যেবা, আমি বাধি তার ঘর,
আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।
-জসীম উদ্দীন
সময়ের সাথে মানুষ বদলায়
বসন্তে যেমন ডালে ডালে,
গাছে গাছে নতুন পাতা গজায়
মানুষ বদলে মনে মনে।
– রেদোয়ান মাসুদ
তবু তোমাকে ভালোবেসে
মুহূর্তের মধ্যে ফিরে এসে
বুঝেছি অকূলে জেগে রয়
ঘড়ির সময়ে আর মহাকালে
যেখানেই রাখি এ হৃদয়।
―জীবনানন্দ দাশ
প্রিয় মানুষকে নিয়ে কিছু রোমান্টিক কবিতা :
একা থাকার এই ভালো লাগায় হারিয়ে গিয়েছি
নিঃসঙ্গতা আমাকে আর পাবে না।
-রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ?
চাঁদেরে হেরিয়া কাঁদে চকোরিণী বলে না তো কিছু চাঁদ।
-কাজী নজরুল ইসলাম
প্রকৃতির কাছে নেই কো ক্ষমা
কাঁদাবে কোনো একদিন
কাউকে কাঁদিয়ে যতই হাসো না কেন
আপন হাতে বাজবে তার প্রতিশোধের বীন।
-রেদোয়ান মাসুদ
ভালো আছি, ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখ।
-রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
হয়তো তোমাকে হারিয়ে দিয়েছি
নয় তো গিয়েছি হেরে
থাক না ধ্রুপদী অস্পষ্টতা
কে কাকে গেলাম ছেড়ে।
-হেলাল হাফিজ
আরও পড়ুন… শখের পুরুষ নিয়ে উক্তি
তুমি জানো না__আমি তো জানি,
কতোটা গ্লানিতে এতো কথা নিয়ে এতো গান,
এতো হাসি নিয়ে বুকে
নিশ্চুপ হয়ে থাকি।
-রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
এ কেমন তাবিজ করেছো সোনা
ব্যথাও কমে না, বিষও নামে না!
-হেলাল হাফিজ
প্রিয় মানুষকে নিয়ে কিছু রোমান্টিক শায়েরী :
ভাঙা কাচের দেওয়াল দেখে বলছো তুমি
কত বড় দুঃখ তার
যার মন ভেঙেছে দ্যাখোনি তারে
দু’চোখজুড়ে কত বড় মেঘের ভার।
-রেদোয়ান মাসুদ
আমি সেই অবহেলা, আমি সেই নতমুখ,
নিরবে ফিরে যাওয়া অভিমান-ভেজা চোখ,
আমাকে গ্রহণ করো।
উৎসব থেকে ফিরে যাওয়া আমি সেই প্রত্যাখ্যান,
আমি সেই অনিচ্ছা নির্বাসন বুকে নেওয়া ঘোলাটে চাঁদ।
আমাকে আর কি বেদনা দেখাবে?
—রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্
তোমার জন্য সকাল, দুপুর
তোমার জন্য সন্ধ্যা
তোমার জন্য সকল গোলাপ
এবং রজনীগন্ধা।
-হেলাল হাফিজ
যে মোরে করিল পথের বিবাগী;
পথে পথে আমি ফিরি তার লাগি।
-জসীম উদ্দীন
মানুষ চায় সবকিছু আকড়ে ধরতে
কিন্তু কজন পারে তার যত্ন করতে
বাস্তবতা হলো এমন এক দেয়াল
যে পড়ে সেই জানে কতটুকু থাকে খেয়াল।
-রেদোয়ান মাসুদ
যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে,
অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে-
বুঝবে সেদিন বুঝবে!
-কাজী নজরুল ইসলাম
প্রিয় মানুষকে নিয়ে কিছু রোমান্টিক লাইন :
কাল বলো আজ বলো যেদিন খুশি আইসো
কষ্ট হলেও একবার তুমি ভালোবাইসো।
-অজানা
সেদিন আকাশ কেঁদেছিল, কেঁদেছিল মেঘ
দু’চোখজুড়ে চেপেছিল বৃষ্টির বেগ
দেখেও দেখেনি কেউ, কার রয়েছে এত ঠেকা
যার জীবন তাকেই কাটাতে হয় পাহাড়ের মতো একা।
-রেদোয়ান মাসুদ
কোনদিন, আচমকা একদিন
ভালোবাসা এসে যদি হুট করে বলে বসে,
“চলো”, যেদিকে দু’চোখ যায় চলে যাই,
যাবে?
-হেলাল হাফিজ
চলে যাওয়া মানে প্রস্থান নয়- বিচ্ছেদ নয়
চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন-করা আর্দ্র রজনী
চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে
আমার না-থাকা জুড়ে।
-রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
আদর দেব সোহাগ দেব বলো যদি ভালোবাসি
মুছে দেব সকল দুঃখ মুখে ফুটবে মধুর হাসি।
-অজানা
দেওয়াল জানে বন্দির দুঃখ
চিৎকারে ফেটে হয় চৌচির
বুক জানে মনের যাতনা
বিচ্ছেদে কতটা বিঁধে বিষাক্ত তীর।
-রেদোয়ান মাসুদ
আমার কিছু কথা ছিলো কিছু দুঃখ ছিলো
আমার কিছু তুমি ছিলো তোমার কাছে।
-রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
ভালোবাসার মানুষকে নিয়ে কিছু রোমান্টিক কথা
তোমাকে ছাড়া থাকার কোনো সাধ্য আমার নেই,
কারণ তোমাকে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি।
তোমাকে ধরে রাখার কোনো উপায় আমার কাছে জানা নেই,
কারণ বাস্তবতার কাছে আমি বড় অসহায়।
-রেদোয়ান মাসুদ
ভালোবেসেই নাম দিয়েছি ‘তনা’
মন না দিলে
ছোবল দিও তুলে বিষের ফণা
-হেলাল হাফিজ
শেষ বিকেলে আইসো তুমি নদীর ঐ পাড়েতে
চুমোয় চুমোয় মাতিয়ে দেব তোমার দুই ঘাড়েতে।
-অজানা
তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন,
সে জানে তোমারে ভোলা কি কঠিন।
-কাজী নজরুল ইসলাম।
কাছের মানুষকে নিয়ে কিছু রোমান্টিক কথা
ভালোবাসা মানে শুধু বৃষ্টির সময় কারো হাত ধরে হাঁটা নয়
ঝড়ের মধ্যেও সেই হাতটি ধরে রাখাকেই ভালোবাসা কয়।
-রেদোয়ান মাসুদ
একবার ভালোবেসে দেখো, একবার কাছে ডেকে দেখো
আবার আগের মতো কীভাবে ফুটাই এক লক্ষ একটি গোলাপ
অনায়াসে কীভাবে আবার অনুভূতি করি সঞ্চারিত,
একবার ভালোসেবে দেখো আবার কীভাবে লিখি দুহাতে কবিতা।
-মহাদেব সাহা
তুমি চাও সাগর আমি চাই নদী
চলো এক মোহনায় ভিড়ি ভালোবাসো যদি।
-রেদোয়ান মাসুদ
আমি একা
এই ব্রহ্মান্ডের ভেতর
একটি বিন্দুর মতো আমি একা।
-রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রিয় মানুষকে নিয়ে কিছু রোমান্টিক ক্যাপশন :
কাছে আসো ছুঁয়ে দেই মন ভরবে খুশিতে
পাগল করতাম তোমায় সুমধুর বাসিতে।
-অজানা
কোনকালে একা হয়নিকো জয়ী, পূরুষের তরবারী;
প্রেরনা দিয়েছে, শক্তি দিয়াছে, বিজয়ালক্ষী নারী।
-কাজী নজরুল ইসলাম
পর মানুষ আপন হলে
রক্তে মিশে যায়
আপন মানুষ পর হলে
বিষ থেকে বাঁচা দায়।
-রেদোয়ান মাসুদ
জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার-
তখন আবার যদি দেখা হয় তোমার আমার।
-জীবনানন্দ দাশ
মরে গেছি অনেক আগেই হৃদয়ের ঐ অতল তলে
বেচে আছি এইতো অনেক হোক না তা ধাঁধার ছলে
মানুষ যদিও বেঁচে থাকে বাহ্যিকভাবে মনের বলে
কে জানে কার ভিতরের খবর কতটুকু ভাসে চোখের জলে।
-রেদোয়ান মাসুদ
ভালো বন্ধু মানেই ভালো মানুষ নয়।
চোরে চোরেও ভালো বন্ধুত্ব হয়।
-রেদোয়ান মাসুদ
প্রিয় মানুষকে নিয়ে কিছু রোমান্টিক স্ট্যাটাস :
যদি হতাম বৃষ্টি, তোমার দিকে দিতাম দৃষ্টি
যদি হতাম মেগ, তোমার হৃদয়ে বাড়াতাম ভালোবাসার বেগ।
-অজানা
দূরে থেকেও কাছে ডাকি,
জানি না তার কোনো কারণ
ভালোবাসার কারণ আছে নাকি
আছে কি কোনো ব্যাকরণ?
-রেদোয়ান মাসুদ
ভুলে যাও আমায় তুমি ভুলে যেও তোমায়
মনে যদি পড়ে কখনও আইসো তুমি অবেলায়।
-অজানা
সহজে যদিও ভালোবেসে ফেলি
সহজে থাকি না কাছে,
পাছে বাঁধা পড়ে যাই।
বিস্মিত তুমি যতোবার টানো বন্ধন-সুতো ধ’রে
আমি শুধু যাই দূরে।
– রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রিয় মানুষকে নিয়ে কিছু রোমান্টিক উক্তি :
গতকাল তোমাকে ভালবাসি, এখনও ভালবাসি, সবসময় আছে, সবসময় থাকবে।
– ইলেইন ডেভিস
সারা পৃথিবীতে, তোমার মত আমার হৃদয় নেই। সমস্ত পৃথিবীতে, আমার মতো তোমার জন্য ভালবাসা নেই।
– মায়া অ্যাঞ্জেলো
ভালোবাসা মানে শুধু বৃষ্টির সময় কারো হাত ধরে হাটা নয়, ঝড়েও মধ্যেই সেই হাতটি ধরে রাখার মনমানসিকতা।
-রেদোয়ান মাসুদ
বিশ্বাস করুন,আমি কবি হতে আসিনি,আমি নেতা হতে আসি নি-আমি প্রেম দিতে এসেছিলাম,প্রেম পেতে এসেছিলাম-সে প্রেম পেলামনা বলে আমি এই প্রেমহীন নীরস পৃথিবী থেকে নীরব অভিমানে চির দিনের জন্য বিদায় নিলাম।
– কাজী নজরুল ইসলাম।
যদি আমি জানি ভালোবাসা কি, এটা তোমার কারণে।
– হারমান হেসে
আমি শপথ করছি যে আমি এখনই তোমাকে যতটা ভালবাসি তার চেয়ে বেশি ভালবাসতে পারিনি, এবং তবুও আমি জানি আমি আগামীকাল করব।
– লিও ক্রিস্টোফার
প্রিয় মানুষকে নিয়ে কিছু রোমান্টিক বাণী :
আমি থাকি তোমার প্রহরী তোমাকে যখন দেখি, তার চেয়ে বেশী দেখি যখন দেখিনা।
– সুনীল গঙ্গোপাধ্যায়।
পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব কোনটি জানো? নাহ্ জীবন থেকে মৃত্যু পর্যন্ত, উত্তরটা সঠিক নয়। সবচেয়ে বড় দূরত্ব হলো যখন আমি তোমার সামনে থাকি, কিন্তু তুমি জানো না যে আমি তোমাকে কতটা ভালবাসি।
-রবীন্দ্রনাথ ঠাকুর
কেউ তোমাকে অনেক ভালোবাসবে, সহজেই অনেক আপন করে নেবে। আর তাতে তুমি আনন্দে ভেসে যেও না। এ আনন্দ তোমার জন্য নাও সইতে পারে। অপেক্ষা করো সময়ের জন্য। সময়ই বলে দেবে এ ভালোবাসা তোমার জন্য সুখের না দুঃখের।
– রেদোয়ান মাসুদ
আমি দেখেছি যে আপনি নিখুঁত এবং আমি আপনাকে ভালবাসি। তারপর আমি দেখলাম যে আপনি নিখুঁত নন এবং আমি আপনাকে আরও বেশি ভালবাসি।
– অ্যাঞ্জেলিটা লিম
আমি বরং তোমার সাথে এক জীবন কাটাতে চাই, তারপর একা এই পৃথিবীর সমস্ত বয়সের মুখোমুখি হব।
– রিং এর প্রভু
ভয় পেয়ো না। শুধু মনে রেখো আমি তোমার। শুধু মনে রেখো আমি তোমাকে এই পৃথিবীতে কোন কিছুর জন্য কষ্ট দেব না। তোমাকে শুধু আমার সাথে অভ্যস্ত হতে হবে। এবং আমরা বিশ্বের সব সময় পেয়েছিলাম. আমাকে ধরে রাখো।
– যদি বিয়েল স্ট্রিট