Deprecated: Return type of Requests_Cookie_Jar::offsetExists($key) should either be compatible with ArrayAccess::offsetExists(mixed $offset): bool, or the #[\ReturnTypeWillChange] attribute should be used to temporarily suppress the notice in /home/bqdx4bxmpuxi/public_html/worldhistopedia/wp-includes/Requests/Cookie/Jar.php on line 63

Deprecated: Return type of Requests_Cookie_Jar::offsetGet($key) should either be compatible with ArrayAccess::offsetGet(mixed $offset): mixed, or the #[\ReturnTypeWillChange] attribute should be used to temporarily suppress the notice in /home/bqdx4bxmpuxi/public_html/worldhistopedia/wp-includes/Requests/Cookie/Jar.php on line 73

Deprecated: Return type of Requests_Cookie_Jar::offsetSet($key, $value) should either be compatible with ArrayAccess::offsetSet(mixed $offset, mixed $value): void, or the #[\ReturnTypeWillChange] attribute should be used to temporarily suppress the notice in /home/bqdx4bxmpuxi/public_html/worldhistopedia/wp-includes/Requests/Cookie/Jar.php on line 89

Deprecated: Return type of Requests_Cookie_Jar::offsetUnset($key) should either be compatible with ArrayAccess::offsetUnset(mixed $offset): void, or the #[\ReturnTypeWillChange] attribute should be used to temporarily suppress the notice in /home/bqdx4bxmpuxi/public_html/worldhistopedia/wp-includes/Requests/Cookie/Jar.php on line 102

Deprecated: Return type of Requests_Cookie_Jar::getIterator() should either be compatible with IteratorAggregate::getIterator(): Traversable, or the #[\ReturnTypeWillChange] attribute should be used to temporarily suppress the notice in /home/bqdx4bxmpuxi/public_html/worldhistopedia/wp-includes/Requests/Cookie/Jar.php on line 111

Deprecated: Return type of Requests_Utility_CaseInsensitiveDictionary::offsetExists($key) should either be compatible with ArrayAccess::offsetExists(mixed $offset): bool, or the #[\ReturnTypeWillChange] attribute should be used to temporarily suppress the notice in /home/bqdx4bxmpuxi/public_html/worldhistopedia/wp-includes/Requests/Utility/CaseInsensitiveDictionary.php on line 40

Deprecated: Return type of Requests_Utility_CaseInsensitiveDictionary::offsetGet($key) should either be compatible with ArrayAccess::offsetGet(mixed $offset): mixed, or the #[\ReturnTypeWillChange] attribute should be used to temporarily suppress the notice in /home/bqdx4bxmpuxi/public_html/worldhistopedia/wp-includes/Requests/Utility/CaseInsensitiveDictionary.php on line 51

Deprecated: Return type of Requests_Utility_CaseInsensitiveDictionary::offsetSet($key, $value) should either be compatible with ArrayAccess::offsetSet(mixed $offset, mixed $value): void, or the #[\ReturnTypeWillChange] attribute should be used to temporarily suppress the notice in /home/bqdx4bxmpuxi/public_html/worldhistopedia/wp-includes/Requests/Utility/CaseInsensitiveDictionary.php on line 68

Deprecated: Return type of Requests_Utility_CaseInsensitiveDictionary::offsetUnset($key) should either be compatible with ArrayAccess::offsetUnset(mixed $offset): void, or the #[\ReturnTypeWillChange] attribute should be used to temporarily suppress the notice in /home/bqdx4bxmpuxi/public_html/worldhistopedia/wp-includes/Requests/Utility/CaseInsensitiveDictionary.php on line 82

Deprecated: Return type of Requests_Utility_CaseInsensitiveDictionary::getIterator() should either be compatible with IteratorAggregate::getIterator(): Traversable, or the #[\ReturnTypeWillChange] attribute should be used to temporarily suppress the notice in /home/bqdx4bxmpuxi/public_html/worldhistopedia/wp-includes/Requests/Utility/CaseInsensitiveDictionary.php on line 91
মাকে নিয়ে উক্তি, মা নিয়ে সেরা ৫০ টি বাণী - Quotes : বাণী

মাকে নিয়ে উক্তি, মা নিয়ে সেরা ৫০ টি বাণী

মাকে নিয়ে উক্তি/ মাকে নিয়ে বাণী : মাকে নিয়ে বাণী বা মাকে নিয়ে উক্তি পড়তে গেলে চোখে জল চলে আসে।  পৃথিবীতে যতো সম্পর্ক আছে তার মধ্যে যে সম্পর্ক সকল স্বার্থের ঊর্ধ্বে তা হলো মা সন্তানের সম্পর্ক। পৃথিবীর আলো দেখানো থেকে শুরু করে সারাটি জীবনের জন্য মা তার সন্তান কে আগলে রাখেন পরম মমতায়। সন্তানের জন্য মমতাময়ী মা যেন ভালোবাসার এক অসীম ভান্ডার। সন্তানের জীবনে মায়ের অবদান যেমন সীমাহীন ঠিক তেমনি এই ঋণ কোন দিন শোধের অযোগ্য। মাকে নিয়ে বাণী বা মাকে নিয়ে উক্তি পড়লে আমরা শিওরে উঠি। কারণ তো মাই, যার কোন তুলনা হয় না। মা কখনো ধনী বা দরিদ্র হোন না। একজন মায়ের পরিচয় সব সময়ই একই আর সেটি তিনি হলেন মা। সব মায়ের বৈশিষ্ট্যই এক; তিনি সন্তানের জন্য অকাতরে জীবন দিয়ে দিতে পারেন। মাকে নিয়ে গান, কবিতা, গল্প, উপন্যাস ও নাটকের কোন ইয়ত্তা নেই। বহুতর জ্ঞানী, গুনীজন মা নিয়ে অসংখ্য বাণী বা উক্তি দিয়েছেন। তেমনি কিছু এখানে সংকলন করা হয়েছে। আশাকরি মাকে নিয়ে  উক্তি বা  মাকে নিয়ে বাণী গুলো আপনাদের মনের তৃষ্ণা কে মিটাবে।

মাকে নিয়ে উক্তি :

 

০১। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত।

-মহানবী হজরত মুহম্মদ (স.)।

০২। মা হলো স্নেহের ভান্ডার, যা কখনও নিঃশেষ হয় না।

-রেদোয়ান মাসুদ

০৩। মা হচ্ছে সন্তানের আদর্শ বিদ্যা নিকেতন। মায়ের আদর অতুলনীয়। মা হতে গিয়ে যে মারা যায় ইসলামে তাকে শহীদের মর্যাদা দিয়েছে।

-বুখারি শরিফ।

০৪। যার মা আছে সে কখনই গরীব নয়।

-আব্রাহাম লিংকন।

০৫। যে গর্ভ তোমাকে ধারন করেছে সে গর্ভধারিণী মায়ের প্রতি কর্তব্য কর ও শ্রদ্ধা নিবেদন কর।

-আল কুরআন।

০৬। কোন একটা বিষয় মায়েদেরকে দুইবার ভাবতে হয়–একবার তার সন্তানের জন্য আরেকবার নিজের জন্য।

-সোফিয়া লরেন।

০৭। সম্ভবত আমার দেখা সবচেয়ে আবেদনময়ী আমার মা।

-শিয়া লাবেউফ।

০৮। পৃথিবীতে তোমার হাজার হাজার বন্ধু-বান্ধব,আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী থাকবে, কিন্তু সবশেষে তুমি একজন মানুষকেই খুজে পাবে, যাকে তুমি শত আঘাত দেওয়ার পরেও সে শুধু তোমার ভবিষ্যত নিয়েই ভাবে, আর তিনি হলেন মা।

-রেদোয়ান মাসুদ।

০৯। ছোট বাচ্চাদের ঠোঁটে এবং হৃদয়ে মা ঈশ্বরের নাম।

-উইলিয়াম মেকপিস থ্যাকারে

১০। জীবনে এমন কোন ভূমিকা নেই যা মাতৃত্বের চেয়ে গুরুত্বপূর্ণ।

-এল্ডার এম. রাসেল ব্যালার্ড

১১। তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিবো।

-নেপোলিয়ন বোনাপার্ট।

 

আরও পড়ুন বাবাকে নিয়ে সেরা ৫০ টি উক্তি 

১২. আমার দেখা সবচেয়ে সুন্দরী মহিলা হলেন আমার মা। মায়ের কাছে আমি চিরঋণী। আমার জীবনের সমস্ত অর্জন তারই কাছ থেকে পাওয়া নৈতিকতা, বুদ্ধিমত্তা আর শারীরিক শিক্ষার ফল।

-জর্জ ওয়াশিংটন।

১৩। আমার মা মনে করেন আমিই সেরা আর মা মনে করেন বলেই আমি সেরা হয়ে গড়ে উঠেছি।

-দিয়াগো ম্যারাডোনা।

১৪। মা আমাদের সবসময় এটা বুঝাতে চাইতেন যে জীবনের চরম কষ্টের মূহুর্তগুলো তোমাদের হাসির কোন গল্পের অংশ হয়ে যাবে এক সময়।

– নোরা এফ্রন।

১৫। মা যেমন তাঁর নিজ পুত্রকে নিজের জীবন দিয়ে রক্ষা করে তেমনি সকল প্রাণীর প্রতি অপরিমেয় মৈত্রীভাব পোষণ করবে।

– গৌতম বুদ্ধ।

১৬। তিন রকম দোয়া নি:সন্দেহে কবুল হয়। মজলুমের দোয়া,মুসাফিরের দোয়া আর সন্তানের জন্য পিতা-মাতার দোয়া।

-মহানবী হজরত মুহম্মদ (স.)।

১৭। আমার মা বিস্ময়কর আর আমার কাছে উৎকর্ষতার আরেক নাম।

-মাইকেল জ্যাকসন।

১৮। সন্তানেরা ধারালো চাকুর মত। তারা না চাইলেও মায়েদের কষ্ট দেয়। আর মায়েরা তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত সন্তানদের সাথে লেগে থাকে।

-জোয়ান হেরিস।

১৯. সন্তানেরা ধারালো চাকুর মত। তারা না চাইলেও মায়েদের কষ্ট দেয়।আর মায়েরা তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত সন্তানদের সাথে লেগে থাকে।

-জোয়ান হেরিস।

২০। আমার দেখা সবচেয়ে সুন্দরী মহিলা হলেন আমার মা। মায়ের কাছে আমি চিরঋণী। আমার জীবনের সমস্ত অর্জন তারই কাছ থেকে পাওয়া নৈতিকতা, বুদ্ধিমত্তা আর শারিরীক শিক্ষার ফল।

– জর্জ ওয়াশিংটন।

২১। মা হল পৃথিবীর একমাত্র ব্যাংক, যেখানে আমরা আমাদের সব দুঃখ, কষ্ট জমা রাখি এবং বিনিময়ে নিই বিনা সুদে অকৃত্রিম ভালবাসা।

-হুমায়ূন আহমেদ।

২২। যার মা আছে সে কখনই গরীব নয়।

-আব্রাহাম লিংকন।

২৩। মায়ের প্রতি ভক্তিদৃষ্টি হতে পুণ্য হতে পারে না। প্রতিবার মায়ের দিকে যত্নের দৃষ্টিতে তাকানোর জন্য একটি কবুল হজ্জের সাওয়াব লিখে দেয়া হয়।

-বুখারি শরিফ।

২৪। আমার বসার ঘরের দেয়ালে আমার মায়ের ছবি টাঙানো আছে, কারণ তিনিই আমার কাছে সবচেয়ে বড় আকর্ষণ।

-এলেন ডে জেনেরিস।

২৫। আমার বসার ঘরের দেয়ালে আমার মায়ের ছবি টাঙানো আছে, কারণ তিনিই আমার কাছে সবচেয়ে বড় আকর্ষণ।

-এলেন ডে জেনেরিস।

২৬। সম্ভবত আমার দেখা সবচেয়ে আবেদনময়ী আমার মা।

-শিয়া লাবেউফ।

২৭। জগতে মাতা ও পিতার সেবা সুখকর। শ্রমণ ও পণ্ডিতদের পরিচর্যা জগতে সুখ দায়ক। বার্ধক্য পর্যন্ত শীল (নীতি) পালন সুখকর।শ্রদ্ধায় প্রতিষ্ঠিত হওয়াই সুখদায়ক। প্রজ্ঞালাভই সুখ জনক, পাপ না করাই সুখাবহ।

– গৌতম বুদ্ধ।

২৮।  কোন একটা বিষয় মায়েদেরকে দুইবার ভাবতে হয়-একবার তার সন্তানের জন্য আরেকবার নিজের জন্য।

-সোফিয়া লরেন।

২৯। আমার মা মনে করেন আমিই সেরা আর মা মনে করেন বলেই আমি সেরা হয়ে গড়ে উঠেছি।

-দিয়াগো ম্যারাডোনা।

৩০। মায়ের অভিশাপ কখনো সন্তানের গায়ে লাগেনা। দোয়া গায়ে লাগে, অভিশাপ গায়ে লাগেনা। হাঁসের গায়ের পানির মত অভিশাপ ঝরে পড়ে যায়।

-হুমায়ূন আহমেদ।

৩১। আমাদের পরিবারে মায়ের ভালোবাসা সবসময় সবচেয়ে টেকসই শক্তি। আর তার একাগ্রতা, মমতা আর বুদ্ধিমত্তা আমাদের মধ্যে দেখে আনন্দিত হই।

-মিশেল ওবামা।

৩২। তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিবো।

-নেপোলিয়ন বোনাপার্ট।

৩৩। যে গর্ভ তোমাকে ধারন করেছে সে গর্ভধারিণী মায়ের প্রতি কর্তব্য কর ও শ্রদ্ধা নিবেদন কর।

-আল কুরআন।

৩৪। ব্যবহার করা কপালের টিপটার আঠা নষ্ট হলেও মেয়েরা সেটা যত্ন করে রেখে দেয়।একজোড়া কানের দুলের একটা হারিয়ে গেলেও অন্যটা ফেলে না। পুরাতন শাড়িটা, ভাঙা চুড়িটা, নষ্ট হয়ে যাওয়া মোবাইল টা কাজে লাগবেনা জেনেও তুলে রাখে,সবকিছুর কারণ হল মায়া। মেয়েরা মায়ার টানে ফেলনা জিনিসও ফেলে না।

-হুমায়ূন আহমেদ।

৩৫। মা আমাদের সবসময় এটা বুঝাতে চাইতেন যে জীবনের চরম কষ্টের মূহুর্তগুলো তোমাদের হাসির কোন গল্পের অংশ হয়ে যাবে এক সময়।

-নোরা এফ্রন।

৩৬। মা হল পৃথিবীর একমাত্র ব্যাংক, যেখানে আমরা আমাদের সব দুঃখ, কষ্ট জমা রাখি এবং বিনিময়ে নেই বিনাসূদে অকৃত্রিম ভালোবাসা।

-হুমায়ূন আহমেদ।

৩৭। মা যেমন তাঁর নিজ পুত্রকে নিজের জীবন দিয়ে রক্ষা করে তেমনি সকল প্রাণীর প্রতি অপরিমেয় মৈত্রীভাব পোষণ করবে।

– গৌতম বুদ্ধ

৩৮। বিবর্তন যদি সত্যি হয়, তাহলে মায়েদের হাত দুটো কেন?

-রবার্ট ব্রেল্ট

৩৯। যৌবন বিবর্ণ; প্রেম মরে ; বন্ধুত্বের পাতা ঝরে যায়; একজন মায়ের গোপন আশা তাদের সবাইকে ছাড়িয়ে যায়।

– অলিভার ওয়েন্ডেল হোমস

৪০। কেবল মায়েরাই ভবিষ্যতের কথা ভাবতে পারে কারণ তারা তাদের সন্তানদের মধ্যে এটি জন্ম দেয়।

-ম্যাক্সিম গ্রোস্কি

৪১। আমার মা আমার রোল মডেল ছিল আগে আমি জানতাম যে শব্দ কি ছিল।

-লিসা লেসলি

৪২। আমার মাকে বর্ণনা করতে হলে তার নিখুঁত শক্তিতে হারিকেন সম্পর্কে লিখতে হবে।

– মায়া অ্যাঞ্জেলো

৪৩। আমার মা একটি হাঁটা অলৌকিক ঘটনা।

– লিওনার্দো ডি ক্যাপ্রিও
৪৪। পৃথিবীর আমাদের মায়েদের প্রয়োজন।

—লিয়া কেবেদে
৪৪। মায়ের চুম্বনের মতো আন্তরিক আর কিছু নেই।

– সেলিম শর্মা
৪৫। জীবন জেগে ওঠা এবং আমার মায়ের মুখকে ভালবাসা দিয়ে শুরু হয়েছিল।

— জর্জ এলিয়ট
৪৬। আমরা প্রেমের জন্ম; ভালবাসা আমাদের মা।

– মাওলানা জালাল উদ্দিন রুমি

৪৭। মা: মানবজাতির ঠোঁটে সবচেয়ে সুন্দর শব্দ।

– কাহিল জিবরান
৪৮। মায়ের মত এত শক্তিশালী কোন প্রভাব নেই।

-সারা জোসেফা হেল
৪৯। একজন মায়ের বাহু অন্য কারও চেয়ে বেশি আরামদায়ক।

-প্রিন্সেস ডায়ানা

৫০। আমি যা আছি, বা যা হওয়ার আশা করি, আমি আমার দেবদূত মায়ের কাছে ঋণী।

-আব্রাহাম লিঙ্কন
৫১। একজন মা হলেন তিনি যিনি আপনার হৃদয়কে প্রথম স্থানে পূর্ণ করেন।

-অ্যামি ট্যান
৫২। মা এমন একজন যার কাছে তুমি কষ্ট পেলে তাড়াতাড়ি যাও।

– এমিলি ডিকিনসন

মা হলেন আমাদের ভালোবাসার মূল আবাস্থল। মাকে নিয়ে উক্তি বা মাকে নিয়ে বাণী পড়লে আমরা আসলে মায়ের মর্ম বুঝতে পারি।  মা ছাড়া জীবন খুবই কষ্টের। তবে দুঃখের বিষয় হলো মা জীবিত থাকা অবস্থায় আমরা তার মূল্য বুঝি না। আর এজন্য মাকে নিয়ে উক্তি বা মাকে নিয়ে বাণী পড়া উচিত। মাকে নিয়ে বাণী বা মাকে নিয়ে উক্তি গুলো ভালো লাগলে আপনার প্রিয়জনের মাঝে ছড়িয়ে দিন।